Wellcome to National Portal
জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুন ২০২৪

চেয়ারম্যান

 

নাম                               : বেগম চেমন আরা তৈয়ব (সাবেক সংসদ সদস্য)।

মোবাইল নং                    : ০১৮১৯-৮৪২৯০৪।

পিতা                             : আলহাজ্ব হাফেজ জামাল উদ্দিন আহমদ।

মাতা                             : মরহুমা সৈয়দা কুলছুমা বেগম।

স্বামী                              : ডা: মোহাম্মদ আবু তৈয়ব।

  প্রাক্তন পরিচালক- বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড

  ইনফেকশাস ডিজিজেস এবং প্রাক্তন সিভিল সার্জন, চট্টগ্রাম।

  প্রাক্তন সহ সভাপতি- স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চট্টগ্রাম।


 

  মেয়ে                       : ডা: ফারহানা নিশাত সেহেলী।

  এমবিবিএস (ঢাকা) , এমপিএইচ (মালয়েশিয়া), সিসিডি (বারডেম)।

  আউটব্রেক ইনভেষ্টিগেশন অফিসার, আই, ই, ডি, সি, আর, ঢাকা।

  প্রাক্তন প্রভাষক- ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, ঢাকা।

  সহ-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক   

  সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ।
 

  ছেলে                             : প্রকৌশলী আহমদ ফাহাদ তৈয়ব। 

  প্রাক্তন টেকনিক্যাল কনসালটেন্ট, 

  পাওয়ার সেল, বিদ্যুৎ ভবন, ঢাকা। বর্তমান-অস্ট্রেলিয়া মেলবোর্নে কর্মরত।

  নির্বাহী সদস্য- বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম ।

  সাংগঠনিক সম্পাদক- চুয়েটিয়ানস ইঞ্জিনিয়ার ইন অস্ট্রেলিয়া এলামনাই।

স্থায়ী ঠিকানা                    : গ্রাম+ডাকঘর- মনসা, উপজেলা-পটিয়া, জেলা- চট্টগ্রাম।

সংসদীয় আসন                 : চট্টগ্রাম -১২ (পটিয়া)।

বর্তমান ঠিকানা    (ঢাকা)   : ফ্ল্যাট নং- এ/৫, নগর হোমস্্,

  ৮/২, নিউ সার্কুলার রোড, পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭।

(চট্টগ্রাম) ঃ ৮/বি জুমাইরা লিভানা, এ.আর.স্কয়ার, ১৭ কাতালগঞ্জ আ/এ,

 রোড নং- ০২, পাঁচলাইশ, চট্টগ্রাম -৪২০৩।

শিক্ষাগত যোগ্যতা             : এমএ, এলএলবি।

 

সাংগঠনিক পরিচয়-

 • চেয়ারম্যান                : জাতীয় মহিলা সংস্থা- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
 • সভাপতি                    : চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ।
 • চেয়ারম্যান (প্রাক্তন)           : জাতীয় মহিলা সংস্থা-চট্টগ্রাম।
 • কার্যকরী সদস্য                 : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
 • কার্যকরী সদস্য                 : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
 • কার্যকরী সদস্য                 : বঙ্গবন্ধু মহিলা পরিষদ, বাংলাদেশ।
 • উপদেষ্টা                          : বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
 • সাধারণ সম্পাদক (সাবেক)   : চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ (১৯৯৮-ফেব্রুয়ারি, ২০১৭ইং)
 • মহিলা বিষয়ক সম্পাদক (সাবেক) : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ (২০০৬ - ২০১৩ ইং)।
 • কার্যকরী সদস্য (সাবেক)    : পটিয়া উপজেলা আওয়ামী লীগ।
 • সদস্য (সাবেক)                : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ (১৯৮৯-১৯৯১ ইং)।
 • সদস্য (সাবেক)                : বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রলীগ (১৯৮৪-১৯৮৮ ইং)।

 

সামাজিক যোগাযোগ :

(ক) ম্যানেজিং পার্টনার       : মা মনি হাসপাতাল, ৩৭, কে.বি. ফজলুল কাদের রোড, চট্টগ্রাম।

(খ) সহ-সভাপতি              : পটিয়া সমিতি, চট্টগ্রাম সিটি।

(গ) প্রেসিডেন্ট                  : সৃষ্টি ট্রাস্ট, চট্টগ্রাম ।

(ঘ) আজীবন সদস্য            :  চট্টগ্রাম সমিতি, ঢাকা।

(ঙ) আজীবন সদস্য            : পটিয়া সমিতি, ঢাকা।

(চ) আজীবন সদস্য            : মা ও শিশু জেনারেল হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম।

(ছ) আজীবন সদস্য            : ডায়াবেটিক সমিতি, চট্টগ্রাম।

(জ) আজীবন সদস্য           : জেনারেল হাসপাতাল, রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম।

(ঝ) আজীবন সদস্য           : পটিয়া ক্লাব, চট্টগ্রাম।

(ঞ) আজীবন দাতা সদস্য   : চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম।

(ট) আজীবন দাতা সদস্য    : মনসা স্কুল এন্ড কলেজ, পটিয়া, চট্টগ্রাম ।

(ঠ) আজীবন দাতা সদস্য    : শেখ রাসেল স্মৃতি পাঠাগার, পটিয়া, চট্টগ্রাম।

(ড) আজীবন সদস্য           : চাটগাঁ ভাষা পরিষদ, চট্টগ্রাম।

 

 

সরকারী  ও  ব্যক্তিগত  সফরে  দেশভ্রমণ :

ভারত,  যুক্তরাষ্ট্র,  মালয়েশিয়া,  ফিলিপাইন,  সৌদি  আরব,  চীন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা।

 

 

 

২০০১ ইং এর নির্বাচনের পরে বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামের সকল সভা-সমাবেশ, মিছিল ও সব ধরণের বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ (ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, মিরপুর, প্রেসক্লাব, রাসেল স্কয়ার, চট্টগ্রাম লালদীঘি, নিউমার্কেট চত্ত্বর, প্রেসক্লাব, কর্ণফুলী ব্রীজ চত্ত্বর, মুরাদপুর, বহদ্দারহাট ও পটিয়ার বিভিন্ন এলাকা)।

 

 

১১  জানুয়ারী,  ২০০৭  ইং  এর  পরবর্তী  সময়ে  দলীয়  বিভিন্ন  ঘরোয়া  কর্মসূচীতে  অংশগ্রহণ,  ঘরোয়াভাবে  বিভিন্ন দিবস উদ্্যাপন, দলীয় প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর গ্রেফতারের পর তার মুক্তির জন্য মিলাদ ও দোয়া কামনা, আলোচনা সভা, প্রতিবাদ সভা,  চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীদের  সুসংগঠিত করা।

 

 

 

চট্রগ্রাম  (১২)  পটিয়া  সংসদীয়  আসনে,  জাতীয়  সংসদ  নির্বাচন  করার  জন্য  পটিয়া  উপজেলা  আওয়ামী  লীগের তৃণমূলের ভোটে ২০০৮ ইং সালে ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রথম ৫ জনের প্যানেলে নির্বাচিত।

 

 

মাননীয়  প্রধানমন্ত্রী,  দেশরত্ন,  জননেত্রী  শেখ  হাসিনার  অশেষ  আন্তরিকতায়  নবম  জাতীয়  সংসদে  বাংলাদেশ আওয়ামী  লীগের  সংরক্ষিত  আসনে  (৩০৯)  সংসদ  সদস্য  হিসেবে  নির্বাচিত।  মাননীয়  প্রধানমন্ত্রী,  দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম -১৩ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) এবং চট্টগ্রাম -১৪ (সাতকানিয়া-লোহগাড়া) এর সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সহিত যথাযথভাবে দায়িত্ব পালন করেন।