গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় মহিলা সংস্থা
১৪৫, নিউ বেইলী রোড, ঢাকা।
জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ডে-কেয়ার সেন্টার সংক্রান্ত তথ্যঃ
জাতীয় মহিলা সংস্থা কমপ্লেক্স সম্প্রসারণ ও উন্নয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় সংস্থার প্রধান কার্যালয়ে ২০০২ সালে ৫০ টি আসন বিশিষ্ট একটি ডে-কেয়ার সেন্টার চালু করা হয়। ডিসেম্বর ২০০৯ এ প্রকল্প সমাপ্তির পর সংস্থার নিজস্ব উদ্যোগে ডে-কেয়ার সেন্টারটি চালু রয়েছে। বর্তমানে ১৭ জন শিশু ডে-কেয়ার সেন্টারটি ভর্তি আছে। এ সেন্টারের মাধ্যমে এ পর্যন্ত ২৪২ জন শিশুকে লালন পালন করা হয়েছে।
কর্মজীবি মায়েদের ছোট শিশু সন্তানদের দিবাকালীন দেখাশোনার পাশাপাশি খেলাধুলা, ছবি আকাঁ, অক্ষর পরিচিতি, ছড়া শেখা ও চিত্তবিনোদনের ব্যবস্থা রয়েছে। এই সেন্টারে এক থেকে ছয় বছরের শিশুদেরকে রাখা হয়। সার্বক্ষনিক একজন ইনচার্জের অধীনে একজন শিক্ষিকা কাম স্বাস্থ্য সহকারী ও দুইজন আয়া কর্মরত রয়েছে। শিশু ভর্তি ফি ১৫০০/- টাকা এবং মাসিক বেতন ৮০০/-টাকা। শিশুরা বাড়ি থেকে যার যার খাবার নিয়ে আসে এবং সেন্টারটিতে গোসলের কোন ব্যবস্থা নেই। সরকারী ছুটির দিন ব্যতীত প্রতি কর্মদিবসের সকাল ৮.৩০ মিঃ হতে বিকাল ৬.০০ মিঃ পর্যন্ত ডে-কেয়ার সেন্টারটির কাযক্রম পরিচালিত হয়। কেন্দ্রে একজন অভিভাবকের দুইটির বেশি শিশু ভর্তি করা যাবে না। কেন্দ্রে ভর্তির জন্য নির্ধারিত ভর্তি ফরমে আবেদন করতে হবে। শিশুর সঙ্গে কোন মা/অভিভাবক/গৃহকর্মী কেন্দ্রে অবস্থান করতে পারবে না। সাময়িক অসুস্থ ও ছোয়াঁচে রোগে আক্রান্ত শিশুকে নিরাময় না হওয়া পযন্ত ডে-কেয়ার সেন্টারে আনা যাবে না। শিশুদের জন্য দিবাকালীন বিশ্রামের ব্যবস্থাও রয়েছে।
কর্মজীবি মায়েরা শিশু সন্তানদের নিরাপদ স্থানে ও সুন্দর পরিবেশে ডে-কেয়ার সেন্টারে রেখে নিশ্চিন্ত মনে কর্মক্ষেত্রে কাজ করতে পারে। তাছাড়া ডে-কেয়ার সেন্টারে অনেক শিশুদের সঙ্গে একসাথে থাকার ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ যথাযথ ভাবে হয়ে থাকে।
বিস্তারিত তথ্যের জন্য নিম্মোক্ত নম্বরে যোগাযোগ করুন
ফোনঃ ০২২২২২২৩৫০৫
ভর্তি ফরমঃ